রকেট ইঞ্জিন কারখানায় বিস্ফোরণে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

সার্বিয়ায় রকেট ইঞ্জিন  তৈরির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এতে কমপক্ষে ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ নভেম্বর) একের পর এক বিস্ফোরণের চারপাশ কেপে ওঠে। দেশটির রাজধানী বেলগ্রেডের ঠিক বাইরে শহরতলির দক্ষিণেই ছিল রকেট ইঞ্জিন তৈরির কারখানা।

বুধবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডয়চে ভেলে। বিস্ফোরণের পর ঘটনাস্থলে আগুন ধরে যায়। কারখানার যেখানে রকেটের ইঞ্জিনগুলো রাখা ছিল, সেই জায়গাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই কারখানায় টার্বোজেট-সহ বিভিন্ন ধরনের রকেট ইঞ্জিন তৈরি করা হতো বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২টায় স্থানীয় অগ্নিনির্বাপন দফতরের কাছে প্রথম ফোন আসে। এই কারখানাটি দেশটির রাজধানী বেলগ্রেডের মূল শহর থেকে ১৩ কিলোমিটার দূরে। ওইদিন কারখানার রকেট জ্বালানি কেন্দ্রে প্রথম বিস্ফোরণ হয়।

পুলিশ জানিয়েছে, যেখানে বিস্ফোরণ হয়, সেখানে প্রায় ৫০০টি রকেট ইঞ্জিন রাখা ছিল। প্রতিটির মধ্যে ৩০ কেজি করে বিস্ফোরক ছিল।

এদিকে বিস্ফোরণের সময় ৪০ জন কর্মী কারখানার ভেতরে ছিলেন বলে আরটিএস টিভি জানিয়েছে। উদ্ধারের পরপরই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের শরীরের বিভিন্ন জায়গা পুড়ে গেছে। যেখানে ইঞ্জিনগুলো রাখা ছিল, তা পুরোপুরি ধ্বংস হয়ে গছে। সেখানে মাটিতে গভীর গর্তও সৃষ্টি হয়েছে।

সার্বিয়ার অগ্নিনির্বাপন দফতরের প্রধান জানিয়েছেন, আহতদের খোঁজে তল্লাশি চলছে। পুরো এলাকা তারা ঘুরে দেখছেন। এছাড়া উদ্ধারের কাজে ড্রোন ব্যবহার করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

ইবাংলা/টিপি/২৪ নভেম্বর২০২১

Contact Us