খাট নিয়ে নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

জেলা প্রতিনি, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় একটি খাট বানানোকে কেন্দ্র করেদু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২৫ জন।বুধবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার দিগনগর ইউনিয়নের রতনপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ছয় জনকে আটক করেছে পুলিশ।শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

Islami Bank

তিনি জানান, রতনপুর গ্রামের মতিয়ার রহমান ও সাইদুর রহমানের দু’টি সামাজিক দল রয়েছে। বেশ কয়েকদিন আগে সাইদুরের সমর্থক হযরত আলী একটি খাট বানাতে দেন মতিয়ারের সমর্থক রোনা মিস্ত্রির কাছে। খাট তৈরি ও টাকা পরিশোধ নিয়ে বুধবার (২৪ নভেম্বর) সকালে হযরত ও রোনা মিস্ট্রির মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতা-হাতি হয়।

one pherma

 এরই জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আটক করা হয়েছে ছয় জনকে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইবাংলা / নাঈম/ ২৪ নভেম্বর ২০২১

Contact Us