তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, খালেদা জিয়ার বয়স হয়েছে আর এ বয়সে শারীরিক কিছু জটিলতা থেকে থাকে বিশেষ করে নারীদের। এছাড়া তিনি এর আগে তার যে সমস্যা তা বিদেশে চিকিৎসা করিয়েছেন।
তবে তার প্রতি আমাদের সমবেদনা রয়েছে। দেশে তার সবোর্চ্চ চিকিৎসা হচ্ছে সরকার তার সবোর্চ্চ চিকিৎসা নিশ্চিত করছে। বিদেশে চিকিৎসার ব্যপারে আইন মন্ত্রনালয় বিশ্লেষণ করছে। দোয়া করি তিনি সুস্থ হয়ে উঠুন ।
বুধবার (২৪ নভেম্বর) মন্ত্রণালয় নিজ অফিসকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবীর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. মুরাদ বলেন,গণপরিবহনে ছাত্রীদের সাথে অসৌজ্যনমুলক আচরণ দু:খজনক এহেন আচরণ কাম্য নয় তিনি এর তীব্র নিন্দা জানান । নারী বা মেয়ে যেই হোক তাদের সাথে অসৌজ্যনমুলক আচরণ যারাই করেছে তারা মানসিক বিকার গ্রস্থ এবং মানসিকভাবে অসুস্থ।
গণপরিহনের ভাড়া নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। পৃথিবীর সবদেশের গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকে এমনকি আমাদের পাশ্ববর্তী দেশ ভারতেও রয়েছে। শিক্ষার্থীদের দাবী মেনে নেয়ার জন্য জোড় দাবী জানান প্রতিমন্ত্রী মুরাদ হাসান।
ইবাংলা / নাঈম/ ২৪ নভেম্বর ২০২১