২০২০-২০২১ অর্থবছরের সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও ট্যাক্সকার্ড প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০০৬ সাল থেকে চালু হওয়া ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদানে জাতীয় ট্যাক্সকার্ড নীতিমালা ২০১০-এর বিধান অনুযায়ী এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে ৭৫ জন ব্যক্তি ও ৫৪টি প্রতিষ্ঠানকে এই ট্যাক্সকার্ড প্রদান করা হয়।
এর মধ্যে একই পরিবারের ৭ সদস্য সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে খাজা তাজমহল, নারী ক্যাটাগরিতে আনোয়ারা হোসেন, বেতনভোগী ক্যাটাগরিতে মোহাম্মাদ ইউসুফ, এম এ হায়দার হোসেন, লায়লা হোসেন, হোসনে আরা হোসেন ও রুবাইয়াৎ ফারজানা হোসেন। তাদের মধ্যে নারী ক্যাটাগরিতে আনোয়ারা হোসেন সর্বোচ্চ করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন : ‘অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ’
বুধবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে সেরা করদাতার সম্মাননা স্মারক ও ট্যাক্সকার্ড প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আমাদের এগিয়ে যেতে অনেক কাজ করতে হবে। আপনার সম্পদে গরিবের হক আছে। আপনারা যে অর্থ কর হিসেবে দেন তা দিয়ে সরকার উন্নয়ন কাজে বিনিয়োগ করে। আসুন সুবর্ণজয়ন্তীতে আমরা একটু একটু করে দেশ গঠনে অংশগ্রহণ করে সোনার বাংলা গড়তে এগিয়ে আসি।’
সম্মাননা স্মারক ও ট্যাক্সকার্ড পেলেন যারা
সিনিয়র সিটিজেন ক্যাটাগরি : বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, খাজা তাজমহল, ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান, ট্রান্সকম লিমিটেডের লতিফুর রহমান ও পপুলার ডায়াগনস্টিকের ডা. মোস্তাফিজুর রহমান।
গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ক্যাটাগরি : মো. নাসির উদ্দিন মৃধা, মো. জয়নাল আবেদীন, মো. কোহিনুর ইসলাম খান ও এস এম আবদুল ওয়াহাব।
প্রতিবন্ধী ক্যাটাগরি : আকরাম মাহমুদ, ডা. মো. মামুনুর রশীদ ও লুবনা নিগার।
আরও পড়ুন : প্রথম উড্ডয়নেই সফল দুই এএসপি
নারী ক্যাটাগরি : আনোয়ারা হোসেন, শাহনাজ রহমান, সেলিনা মাহবুব, ফারহানা মোনেম ও মোরশেদা নাসমিন।
তরুণ ক্যাটাগরি : আহমেদ ইমতিয়াজ খান, এস এম মঞ্জুরুল আলম অভি, মো. লুৎফর রহমান, মো. ফয়সাল হোসেন, আনিকা তারান্নুম আনাম।
ব্যবসায়ী ক্যাটাগরি : হাকিমপুরী জর্দার ব্যবসায়ী মো. কাউছ মিয়া, নজরুল ইসলাম মজুমদার, নাফিস সিকদার, মো. শওকত আলী চৌধুরী ও আলহাজ্ব আনোয়ার খান।
বেতনভোগী ক্যাটাগরি : মোহাম্মাদ ইউসুফ, হোসনে আরা হোসেন, রুবাইয়াৎ ফারজানা হোসেন, লায়লা হোসেন ও এম এ হায়দার হোসেন।
ডাক্তার ক্যাটাগরি : ডা. জাহাঙ্গীর কবির, অধ্যাপক ডা. একেএম ফজলুল হক, ডা. প্রাণ গোপাল দত্ত, ডা. এন এ এম মোমেনুজ্জামান ও নার্গিস ফাতেমা।
সাংবাদিক ক্যাটাগরি : ফরিদুর রেজা সাগর,আব্দুল মুকিত মজুমদার, মাহ্ফুজ আনাম, মোহাম্মদ আবদুল মালেক, মতিউর রহমান।
আইনজীবী ক্যাটাগরি : শেখ ফজলে নূর তাপস, কাজী মোহাম্মদ তানজিবুল আলম, আহসানুল করিম, নিহাদ কবির ও তৌফিকা আফতাব।
প্রকৌশলী ক্যাটাগরি : মোহাম্মদ আব্দুল্লাহ, প্রকৌশলী মো. মোখলেছুর রহমান ও মো. জহুরুল ইসলাম।
স্থপতি ক্যাটাগরি : মোহাম্মদ ফয়েজ উল্লাহ, মো. রফিক আজম ও এনামুল করিম নির্ঝর।
অ্যাকাউন্ট্যান্ট ক্যাটাগরি : মো. ফারুক, মাশুক আহমেদ এফসিএ, মো. মুশতাক আহমেদ।
খেলোয়াড় ক্যাটাগরি : ক্রিকেটার মো. মাহমুদউল্লাহ, তামিম ইকবাল খান ও সৌম্য সরকার।
আরও পড়ুন : জাতির পিতার পরিবারের নিরাপত্তায় এসএসএফ
অভিনেতা-অভিনেত্রী ক্যাটাগরি : সুর্বণা মোস্তফা, বিদ্যা সিনহা মীম ও বাবুল আহমেদ।
গায়ক-গায়িকা ক্যাটাগরি : তাহসান রহমান খান, এসডি রুবেল ও কুমার বিশ্বজিৎ।
অন্যান্য ক্যাটাগরি : মাহমুদুল হক, খন্দকার মনির উদ্দিন ও সাইফুল ইসলাম।
টেলিকমিউনিকেশন : গ্রামীণ ফোন।
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া : মিডিয়া স্টার, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ, ট্রান্সক্রাফট লিমিটেড ও সময় মিডিয়া।
এ ছাড়া জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৮ এর বিধান অনুযায়ী ২০২০-২১ করবছরে সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে মনোনীত ৫২৫ জন সেরা করদাতার নাম প্রকাশ করা হয়।
ইবাংলা/এএমখান/২৪ নভেম্বর, ২০২১