‘অমানুষ’ দিয়ে বড়পর্দায় আসছেন মিথিলা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

দেশের আলোচিত অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা প্রথমবারের মতো বড়পর্দায় হাজির হতে যাচ্ছেন। অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমার মাধ্যমে ডিসেম্বরে তার অভিষেক হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সিনেমাটি কর্তন সাপেক্ষে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। পরিচালক বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

Islami Bank

অনন্য মামুন বলেন, সকালে সেন্সর সনদ হাতে পেলাম। তবে সিনেমায় একটি রবীন্দ্রসংগীত নিয়ে কিছুটা আপত্তি থাকায়, সেটা বাদ দিতে হয়েছে। ইচ্ছে আছে, আগামী ডিসেম্বরেই ‘অমানুষ’ মুক্তি দেওয়ার। সিনেমাটিতে মিথিলার বিপরীতে রয়েছেন নিরব হোসেন। চলতি বছর ১ এপ্রিল বান্দারবানে ‘অমানুষ’র শুটিং শুরু হয়। এরপর কয়েক দফায় রাঙামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থান ঘুরে আগস্টের মাঝামাঝিতে শুটিং সম্পন্ন হয় ঢাকায়।

one pherma

নিরব-মিথিলা দুজনেই জানান, জঙ্গলে অমানুষ’র শুটিং করেছেন প্রতিকূল পরিবেশে। কাজটি করতে তাদের চেষ্টার কমতি ছিল না। অপেক্ষায় আছেন দর্শক কীভাবে তাদের এই কাজটি গ্রহণ করেন। এতে মিথিলা ছাড়া ‘অমানুষ’-এ আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নওশাবা, মিশা সওদাগর, শাহেদ আলী সুজন, আনন্দ খালেদ প্রমুখ।

ইবাংলা / নাঈম/ ২৫ নভেম্বর, ২০২১

Contact Us