র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

জেলা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফের হ্নীলার দমদমিয়া পাহাড়ি এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন।ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা, দু’টি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

Islami Bank

শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। র‌্যাব-১৫ এর কমান্ডার লে.কর্নেল খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-কেফায়েত উল্লাহ ও কোরবান আলী প্রকাশ ওরফে আঙুল কাটা শফিক। তাৎক্ষণিকভাবে কেফায়েত উল্লাহ ও কোরবান আলীর বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নিত্যনন্দন দাশ জানান, শুক্রবার (২৬ নভেম্বর) ভোরের দিকে মাদক ও অস্ত্র নিয়ে একটি ডাকাত দল দমদমিয়া পাহাড়ে অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় র‌্যাব।

one pherma

র‌্যাবের অবস্থান টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে কেফায়েত উল্লাহ ও কোরবান আলীর মরদেহ পাওয়া যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ২০ হাজার ইয়াবা, দু’টি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় মামলা করা হচ্ছে। উদ্ধার হওয়া মাদক ও অস্ত্র টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ইবাংলা /টিআর /২৬ নভেম্বর ২০২১

Contact Us