দেড় হাজার কেজি জাটকা জব্দ

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

পটুয়াখালী সেতুর টোল প্লাজা থেকে এক হাজার ৪৪০ কেজি জাটকা (ছোট ইলিশ) জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত ১১টার দিকে পটুয়াখালী সেতুর টোল প্লাজায় এসএ ট্রাভেল নামের একটি পরিবহন ও নসিমন থেকে এগুলো জব্দ করেন র‍্যাব-০৮ এর সদস্যরা।

Islami Bank

এসময় জাটকা পরিবহনের দায়ে এসএ ট্রাভেলের সুপার ভাইজার আতিকুর রহমান পলাশকে পাঁচ হাজার টাকা এবং নসিমনের চালক দ্বীন-ইসলাম দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এসএ ট্রাভেল পরিবহনের সুপার ভাইজার পলাশ বলেন, জাটকাগুলো ককসেটে প্যাকেট করা ছিল। দেখে বুঝতে পারিনি যে ভেতরে জাটকা আছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন মাহমুদের উপস্থিতিতে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়।

one pherma

জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানায়, কিছু অসাধু ব্যবসায়ী রাতের আঁধারে জাটকা রফতানি করছিল। পটুয়াখালী থেকে মাছ নিয়ে যেসব ট্রাক বিভিন্ন জায়গায় যাচ্ছে আমরা তা তল্লাশি করি। বিভিন্ন বাজারে ও নদীতে জাটকা বিরোধী অভিযান চালানো হচ্ছে।

র‍্যাব-০৮ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম জানান, গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে এসএ ট্রাভেল থেকে ১৬টি ডোলে এক হাজার ২৮০ কেজি এবং নসিমন থেকে দুটি ডোলে ১৬০ কেজি জাটকা জব্দ করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

ইবাংলা/টিপি/২৬ নভেম্বর২০২১

Contact Us