বান্দরবানে প্রথম নারী চেয়ারম্যান প্রার্থী!

জেলা প্রতিনিধি, বান্দরবন

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় স্বাধীনতার পর এবারই প্রথম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মাশৈখিং মারমা (২৬) নামে প্রথম কোনো নারী চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন।

Islami Bank

ইতোমধ্যে তিনি নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মাশৈখিং মারমা জেলার রোয়াংছড়ি উপজেলার ৩ নম্বর আলেক্ষ্যং ইউপি নির্বাচনে অংশগ্রহণ করছেন।

জানা গেছে, উপজেলায় প্রথমবারের মতো নারী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় মাশৈখিং মারমার নির্বাচনী এলাকায় ভিন্নমাত্রার আমেজ সৃষ্টি হয়েছে। তার নির্বাচনী এলাকা ঘুরে দেখা যায়, সাধারণ ভোটাররা বেশ গুরুত্ব দিয়েই দেখছে নারী নেতৃত্বের বিষয়টি। জেলাতেও এ নিয়ে আলোচনা হচ্ছে।

one pherma

মাশৈখিং মারমা রোয়াংছড়ি উপজেলার ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আমতলীপাড়ার বাসিন্দা সাবেক ভাইস চেয়ারম্যান পুহ্লাঅং মারমার মেয়ে। তিনি বর্তমানে স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত। তিনি ২০১২ সালে এসএসসি এবং ২০১৭ সালে এইচএসসি পাস করেন। স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত থাকলেও বর্তমানে বেসরকারি একটি স্কুলে শিক্ষকতা করছেন।

মাশৈখিং মারমা বলেন, রোয়াংছড়ি উপজেলার ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাওয়ার জন্য মাঠে নেমেছি। আমি জনসেবা করতে চাই। জনগণের পাশে থেকে প্রতিনিধি হিসেবে না হয়ে একজন সেবিকা হিসেবে কাজ করতে চাই।

ইবাংলা /টিআর /২৮ নভেম্বর ২০২১

Contact Us