১৫ ইউনিয়নের ১৪টিতেই স্বতন্ত্র প্রার্থীর জয়!

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরের ২ উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৪টি ইউনিয়নেই জয় লাভ করছে স্বতন্ত্র প্রার্থীরা । শুধুমাত্র একটি ইউনিয়নে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছে। ভাঙ্গা ও চরভদ্রাসন এই দুই উপজেলায় নৌকার প্রার্থীদের এ ভরা ডুবি হল।

Islami Bank

ভাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন কাউলিবেড়া ইউনিয়নে রেজাউল করিম দুদু মিয়া (নৌকা), নুরুল্যাগঞ্জ ইউনিয়নে সৈয়দ শাহীন আলম শাহাবুব (স্বতন্ত্র), কালামৃধা ইউনিয়নে রেজাউল মাতুব্বর (স্বতন্ত্র), ঘারুয়া ইউনিয়নে মুনসুর মুন্সী (স্বতন্ত্র), আজিমনগর ইউনিয়নে শাহজাহান হাওলাদার (স্বতন্ত্র), হামিরদী ইউনিয়নে মো. খোকন মিয়া (স্বতন্ত্র), তুজারপুর ইউনিয়নে ওলিউর রহমান (স্বতন্ত্র), আলগী ইউনিয়নে ম.ম ছিদ্দিক (স্বতন্ত্র), চান্দ্রা ইউনিয়নে আব্দুল খালেক মোল্লা (স্বতন্ত্র), চুমুরদী ইউনিয়নে মো. রফিকুল ইসলাম সোহাগ (স্বতন্ত্র), মানিকদাহ ইউনিয়নে কে.এম শহীদুল্লাহ বাচ্চু (স্বতন্ত্র) ও নাসিরাবাদ ইউনিয়নে মো. আলমগীর খান (স্বতন্ত্র)।

one pherma

এদিকে চরভদ্রাসন উপজেলার ৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন চরভদ্রাসন সদর ইউনিয়নে আজাদ খান (স্বতন্ত্র), গাজিরটেক ইউনিয়নে মো. ইয়াকুব আলী (স্বতন্ত্র) ও চর হরিরামপুর ইউনিয়নে জাহাঙ্গীর কবির ব্যাপারী (স্বতন্ত্র)।

ইবাংলা/টিপি/২৯ নভেম্বর২০২১

Contact Us