মাদারীপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের একটিতেও জিততে পারেননি নৌকার প্রার্থী । বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান। রবিবার তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে।
তৃতীয় ধাপের নির্বাচনে সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। শুধু ঝাউদি ইউনিয়ন পরিষদে ইভিএমের মাধ্যমে ভোটপ্রদান করে ভোটাররা।
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, তৃতীয় ধাপে আমরা মাদারীপুর সদর উপজেলাবাসীকে একটি সুন্দর নির্বাচন উপহার দিয়েছি। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সবার সহযোগিতায় নির্বাচন সম্পন্ন করেছি। এ জন্য জেলা ও উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে ধন্যবাদ জানাই।
১৪ ইউনিয়নে জয় লাভ করা প্রার্থীরা হলেন- ঝাউদি ইউনিয়ন পরিষদে সিরাজুল ইসলাম আবুল হাওলাদার (মোটরসাইকেল), দুধখালী ইউনিয়নে ফারুক খান (মোটরসাইকেল), পেয়ারপুর ইউনিয়ন পরিষদে মাহফুজুর রহমান লাবলু তালুকদার (আনারস), খোয়াজপুর ইউনিয়ন পরিষদে জয়নুল আবেদীন মোল্লা ফারুক (ঘোড়া), ছিলার চর ইউনিয়নে তোফিক হোসেন আকন (আনারস), শিড়খাড়া ইউনিয়নে মজিবুর রহমান হাওলাদার (টেবিল ফ্যান), বাহাদুরপুর ইউনিয়নে সৈয়দ সাখাওয়াত হোসেন (মোটর সাইকেল)।
এছাড়া পাঁচখোলা ইউনিয়নে নাসির উদ্দিন মোল্লা টুকু (মোটরসাইকেল), মস্তফাপুর ইউনিয়নে সোহরাব হোসেন খান (আনারস), ধুরাইল ইউনিয়নে হাবিবুর রহমান হাওলাদার (আনারস), কালিকাপুর ইউনিয়নে মো. ফাইকুজ্জামান (মোটরসাইকেল), কেন্দুয়া ইউনিয়নে শাহ রায়হান কবির (চশমা), রাস্তি ইউনিয়নে বেল্লাল হোসেন মোল্লা (মোটরসাইকেল) ও কুনিয়া ইউনিয়নে অমিত হোসেন কবির (টেলিফোন)।
ইবাংলা/টিপি/২৯ নভেম্বর, ২০২১