আকিজ গ্রুপে চাকরির সুযোগ

ইবাংলা ডেস্ক

আজিক গ্রুপ (akij group job circular 2021) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের এসসিএম বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Islami Bank

প্রতিষ্ঠানের নাম- আকিজ ফুড অ্যান্ড বেভারিজ লিমিটেড

পদের নাম- এক্সিকিউটিভ

পদের সংখ্যা- নির্ধারিত না

কাজের ধরন- পূর্ণকালীন

কর্মস্থল- ঢাকা

                                                             আবেদন যোগ্যতা

১। কমপক্ষে মাস্টার্স পাস হতে হবে।

২। কম্পিউটার স্কিল, কাস্টমার রিলেশন, ইআরপি সফটওয়্যার, সাপ্লাই চেইন প্লানিং ও টিম ওয়ার্কে দক্ষ হতে হবে।

৩। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৪। ফরেন প্রোনাউন্সমেন্ট, লোকাল প্রোনউন্সমেন্ট, পারচেজ বিষয়ক জানাশোনা থাকতে হবে।

৫। বেভারিজ, ফুড ও ম্যানুফেকচারিং কাজে দক্ষতা থাকতে হবে।

৬। বয়সসীমা ২৭-৩৫ বছর।

one pherma

৭। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।

৮। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।

                                                              আবেদন যেভাবে

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে।

বেতন ও সুযোগ সুবিধা

১। বেতন আলোচনা সাপেক্ষে

২। মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুয়েটি প্রদান করা হবে।

৩। সেলারি রিভিউ বার্ষিক

৪। উৎসব ভাতা

আবেদনের শেষ তারিখ

১০ ডিসেম্বর, ২০২১

ইবাংলা / নাঈম/ ২৯ নভেম্বর, ২০২১

Contact Us