ববি শারজাহ মাতাতে যাচ্ছেন

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি এর আগেও বেশ কয়েকবার সংযুক্ত আরব আমিরাতে গেছেন। তবে তার সেসব যাওয়া ছিল মূলত দুবাইনসহ সেখানকার বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর জন্য। এবার প্রথমবারের মতো পারফর্ম করার জন্য আরব দেশটিতে উড়াল দিচ্ছেন এই নায়িকা।

Islami Bank

আগামী ৩ ডিসেম্বর স্থানীয় সময় বিকেল ৪টায় সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভাল। আর এই আয়োজনে কয়েকটি গানের সঙ্গে নাচবেন ববি। সে জন্য আজই দেশটির উদ্দেশ্যে উড়াল দেবেন এই নায়িকা।

জানা গেছে, সিনেমায় নিজের পারফর্ম করা কয়েকটি গানের সঙ্গে শারজায় নাচবেন ববি। এরগুলোর মধ্যে রয়েছে-‘কলিকালের রাধা’ (নোলক), ‘পার্টি পার্টি’ ও ‘উড়ে উড়ে’ (বিজলী) এবং ‘তুমি ছাড়া’ (রাজত্ব)। এছাড়াও ‘যদিও বউ সাজো গো’, ‘চুমকি চলেছে একা পথে’, ‘চুপিচুপি’ প্রভৃতি গানের সঙ্গে নাচতে দেখা যাবে নায়িকাকে।

one pherma

এ প্রসঙ্গে ববি বলেন, এর আগেও আমি অনেকবার সংযুক্ত আরব আমিরাতে তথা দুবাইতে গেছি। সেখানকার বিখ্যাত স্টেডিয়াম শারজার নাম অনেক শুনেছি। এবার সেই স্টেডিয়ামে পারফর্ম করতে যাচ্ছি, ভাবতেই ভালো লাগছে। আশাকরি সময়টা দারুণ উপভোগ্য হবে।

ইবাংলা / নাঈম/ ২৯ নভেম্বর, ২০২১

Contact Us