প্রেমিকাকে জড়িয়ে বিতর্কে রণবীর (ভিডিও)

বিনোদন ডেস্ক

রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রেম নিয়ে নানা রকম গুঞ্জন শোনা যায়। সেই প্রেমিকাকে জড়িয়ে এবার বিতর্কের শিরোনামে রণবীর। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছেন তারা।

Islami Bank

সেখানে আলিয়ার লেহেঙ্গা ও রণবীরের পাঞ্জাবি দুই-ই দেখা যাচ্ছে নীল রঙের। অনুষ্ঠানে পাপারাৎজিদের সামনেই হঠাৎ আলিয়ার আটকে যাওয়া লেহেঙ্গায় ছোটো করে লাথি দিয়ে সিড়ির উপর থেকে সরিয়ে দিতে দেখা যায় রণবীরকে।

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচিত হয়েছেন ‘সঞ্জু’ খ্যাত এই নায়ক। নেটপাড়ার একাংশ দাবি, এই আচরণে প্রমাণিত হয় রণবীর কাউকেই শ্রদ্ধা করেন না। নিজের প্রেমিকার পোশাক অন্যভাবেও সরাতে পারতেন তিনি। কিন্তু তা অভিনেতা করেননি।

শুধু তাই নয়, কোনও কোনও নেটিজেনদের আলিয়াকে পরামর্শ, ‘ব্যাড চয়েস। এরকম ছেলের সঙ্গে থেকো না। সম্পর্ক থেকে বেরিয়ে এসো’। অন্য এক নেট নাগরিক আবার লিখছেন, ‘রণবীর সিং কোনওদিনও দীপিকার সঙ্গে এরকম ব্যবহার করেন না, করবেনও না!’

one pherma

যদিও এ নিয়ে রণবীর বা আলিয়া এখনও পর্যন্ত কেউই প্রকাশ্যে মুখ খোলেননি এবং ভিডিওটি কবেকার তাও নির্দিষ্ট করে জানা যায়নি। সূত্র : হিন্দুস্তান টাইমস।

ইবাংলা /টিআর /৩০ নভেম্বর ২০২১

Contact Us