করোনায় দেশে ১১৯ জনের মৃত্যুর রেকর্ড
নিজস্ব প্রতিবেদক :
বিশ্বমহামারি করোনাভাইরাসে গেল ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে ১১৯ জনের মৃত্যু হয়েছে, যা এখন পর্যন্ত একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড দেখল বাংলাদেশ। করোনা আক্রান্তের দ্বিতীয় ঢেউয়ে এর আগে, গেল ১৯ এপ্রিল দেশে ১১২ জনের প্রাণহানি রেকর্ড ছিলো, সেই রেকর্ড ভেঙ্গে মৃত্যু এবার লাফিয়ে বাড়ছে ।
এ নিয়ে দেশে করোনা মহামারিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ১৭২ জনে দাঁড়াল। গেল ২৪ ঘন্টায় দেশের ৫৫৪টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ২৪ হাজার ৪০০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫ হাজার ২৬৮ জনের করোনা শনাক্ত হয়।
এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ৮৮ হাজার ৪০৬ জনে। রবিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা দেশে শনাক্তের ৪৭৬তম দিনে এসে নমুনা পরীক্ষা বিবেচনায় দৈনিক করোনা শনাক্তের হার ২১.৫৯ শতাংশ। আর এ পর্যন্ত দেশে করোনা শনাক্তের হার ১৩.৬৫ শতাংশ।
এছাড়া গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৪৯ জন। সে হিসেবে গত ২৪ ঘন্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০.৫১ শতাংশ। আর এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা ৮ লাখ ৪ হাজার ১০৩ জন।
এদিকে, গেল ২৪ ঘন্টায় মৃত্যু হওয়া ১১৯ জনের মধ্যে ৭৫ জন পুরুষ এবং ৪৪ জন নারী। দেশে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৬০ শতাংশ বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত মৃত্যু হওয়া ১৪ হাজার ১৭২ জনের মধ্যে ১০ হাজার ১১৮ জন পুরুষ এবং ৪ হাজার ৫৪ জন নারী।
তথ্যানুযায়ী শুধুমাত্র খুলনা বিভাগেই মৃত্যু হয়েছে ৩২ জনের, ঢাকা বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ৯ জন, সিলেট বিভাগে ৫ জন, ময়মনসিংহে ৩ জন এবং বরিশালে ২ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, করোনা আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৩৪ হাজার ৭৬১ জনের। বিশ্বজুড়ে এ করোনা শনাক্তের সংখ্যা ১৮ কোটি ১৬ লাখ ৪০ হাজার ছাড়িয়েছে। বিপরীতে সারা করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ১৬ কোটি ৬১ লাখ ৫০ হাজারের বেশি মানুষ।
২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদফতর।
এর ১০ দিন করোনায় একজনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। করোনায় মৃত্যুহার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছিলো। তবে, দেশে করোনায় দ্বিতীয় ঢেউয়ে আবারো বাড়তে শুরু করে শনাক্ত ও মৃতের সংখ্যা।
ইআই/ করোনা/ ২৭ জুন, ২০২১