যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি,জামালপুর

জামালপুরের বকশীগঞ্জে মিজানুর রহমান (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে বগারচর ইউনিয়নের পশ্চিম ঘাসিরপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মিজানুর রহমান একই এলাকার শের আলীর ছেলে।

Islami Bank

পারিবারিক সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে পরিবারের সকল সদস্যের সাথে রাতের খাবার খেয়ে নিজ বসত ঘরে শুয়ে পরে মিজান। সকালে ঘুম থেকে উঠতে দেরি করায় পরিবারের লোকজন মিজানুরকে অনেক ডাকাডাকি করে। ভিতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে রুমে প্রবেশ করে ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে।

one pherma

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইবাংলা /টিআর /৩ ডিসেম্বর ২০২১

Contact Us