বিয়ে করতে ভাতিজাকে অপহরণ

ইবাংলা ডেস্ক

অপহরণের ২৪ ঘণ্টা পর ওই শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় মূলহোতা হিসেবে ওসমানীনগর থানার পশ্চিম রুকনপুর গ্রামের রোয়েনা আক্তার রিয়াকে গ্রেফতার করে পুলিশ।

ওমান প্রবাসী জুবেল আহমদের সঙ্গে বিয়ের কথাবার্তা চলছিল রোয়েনা আক্তার রিয়ার। আলাপ-আলোচনায় সমঝোতা না হওয়ায় বিয়েটি বন্ধ হয়ে যায়। পরে বিয়ে করতে পাত্রী পরিচিত কয়েকজনের সহযোগিতায় পাত্রের ২২ মাস বয়সী ভাতিজাকে অপহরণ করে।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কেশরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে ওমান প্রবাসীর ছোট ভাইয়ের বন্ধু পরিচয় দিয়ে উপজেলার কেশরপাড়া গ্রামের জাবেদ আহমদের বাড়িতে যান দুই যুবক। এ সময় চা-নাস্তা খাওয়ার পর জাবেদ আহমদের শিশু সাইফকে নিয়ে রিচার্জ কার্ড কেনার কথা বলে বের হন তারা। পরে প্রাইভেটকারে শিশুটিকে নিয়ে পালিয়ে যান তারা।

৪-৫ ঘণ্টা পর শিশুটির দাদিকে ফোন করে জানানো হয় তাকে ফিরে পেতে হলে জুবেল আহমদের সঙ্গে যে মেয়ের বিয়ের কথাবার্তা চলছে তার সঙ্গে বিয়ে দিতে হবে। বিষয়টি জাবেদ আহমদ থানায় অভিযোগ করেন। পরে শুক্রবার বিকালে সিলেটের ওসমানীনগর থানার তাজপুর বাজারের কদমতলী এলাকায় অভিযান চালিয়ে শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ সময় রোয়েনা আক্তার রিয়াকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজনগর থানায় মামলা হয়েছে।

শনিবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান।

তিনি বলেন, শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। অপহরণের মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরও গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

ইবাংলা / এইচ / ৪ ডিসেম্বর, ২০২১

Contact Us