নারীদের হিজাব প্রদর্শনী

ইবাংলা ডেস্ক

শীতের শুরুতে বরাবরের মতোই হিজাবের সম্পূর্ণ নতুন কালেকশন নিয়ে হিজাব প্রদর্শনীর আয়োজন করল ফ্যাশন হাউজ আবায়া অ্যান্ড গাউন।

Islami Bank

শনিবার (৪ ডিসেম্বর) রাজধানীর পান্থপথে আবায়া অ্যান্ড গাউনের শো-রুমে বিকেল থেকে রাত অবধি চলে এই প্রদর্শনী।

প্রদর্শনীতে বরাবরের মতোই হিজাবের সম্পূর্ণ নতুন কালেকশন নিয়ে আসে আবায়া অ্যান্ড গাউন। প্রতিষ্ঠানটির কর্ণধার মারুফা জাহান বলেন, প্রদর্শনীতে অসংখ্য নতুন ডিজাইন এবং বিভিন্ন মনকাড়া রঙের হিজাব প্রদর্শীত হয়। আমাদের নিয়মিত ক্রেতা ছাড়াও শতাধিক নতুন দর্শনার্থী এবং ক্রেতা আমরা পেয়েছি এবার।

one pherma

হিজাব প্রদর্শনীর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে অন্যান্য নারী উদ্যোক্তারা স্পন্সর হিসেবে যোগদান করেন। তারা তাদের পণ্য বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে উপহার হিসেবে দিয়ে থাকেন। এবারের প্রদর্শনীতে কসমেটিক, ফুড ও জুয়েলারি মিলিয়ে ১৭ নারী উদ্যোক্তা অংশ নেন।

ইবাংলা /টিআর /৫ ডিসেম্বর ২০২১

Contact Us