বাইরে বৃষ্টি, ড্রেসিংরুমে বাবরের রেকর্ড!

ক্রীড়া ডেস্ক

সময় বলে দেবে ঢাকা টেস্টের ফলাফল শেষ পর্যন্ত কী হয়। অবশ্য তৃতীয় দিনেও বৃষ্টি হচ্ছে অনবরত। তাতে বলা যায়, এই টেস্টের ভাগ্যে অপেক্ষা করছে ড্র। প্রথম দিনে ৫৭ ওভার খেলার পর দ্বিতীয় দিনে খেলা হয় মাত্র ৬.২ ওভার। বাকিটা অলস সময় কাটছে খেলোয়াড়দের। এই অলস সময়েই নাকি রেকর্ড গড়ে ফেলেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সেটি নাকি আবার ড্রেসিং রুমে!

Islami Bank

খেলা না হওয়ায় ব্যাট-বল নিয়ে ড্রেসিং রুমেই নেমে পড়েন পাকিস্তানি ক্রিকেটাররা। এই সময়ে বাবর আজম নাকি তুলে নেন ১০ উইকেট! অথচ একদিন আগেই মুম্বাইতে কিউই স্পিনার অ্যাজাজ প্যাটেল ১০ উইকেট নিয়ে করেন বিশ্ব রেকর্ড।

বাবর দাবি করেন, অ্যাজাজের পরে ড্রেসিং রুমেই তিনি করেছেন এই রেকর্ড। যদিও সেটি শুধুই মজা করার জন্য। বাবরের বোলিংয়ের একটি ভিডিও টুইট করা হয় পাকিস্তান ক্রিকেটের টুইটারে। সেখানে লেখা হয়, ‘আগুনে বোলিং করেন বাবর। তার দাবি ম্যাচে সে ১০ উইকেট নিয়েছে।’

বাবরের ব্যাটিং নিয়ে করা টুইটে লেখা হয়, ‘বৃষ্টি আমাদের ছেলেদের মাঠের বাইরে রাখলেও ড্রেসিংরুমে দারুণ একটা ম্যাচ খেলেছে। বাবর আজম প্রথমে ব্যাট করতে নেমে বেশ সতর্কভাবে শুরু করেন। তবে ইমামের একটি দারুণ ডেলিভারিতে সমাপ্তি ঘটে ব্যাটিংয়ের।

one pherma

ইবাংলা / নাঈম/ ৬ ডিসেম্বর, ২০২১

Contact Us