র‌্যাব সদর দফতরে নায়ক ইমন

ইবাংলা ডেস্ক

সোমবার (৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ডা. মুরাদ হাসান, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক ইমনের একটি ফোনালাপ ফাঁস হয়েছে।

Islami Bank

ওই অডিও ক্লিপস ফাঁসের সূত্র ধরে চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাদের জন্য মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে র‌্যাব সদর দপ্তরে পৌঁছান। এর আগে সোমবার (৬ ডিসেম্বর) রাতে তাকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছিল।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সম্প্রতি ভাইরাল হওয়া অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দফতরে ডেকে আনা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ চলছে।

ভাইরাল হওযা অডিও ক্লিপে সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, নায়িকা মাহিয়া মাহি ও নায়ক ইমনের কথোপকথন আছে।

one pherma

অডিও ক্লিপে নায়িকা মাহির সঙ্গে প্রতিমন্ত্রীর অশ্লীল কথাবার্তা শোনা যায়। এক পর্যায়ে প্রতিমন্ত্রী নায়িকাকে গোয়েন্দা সংস্থার লোক দিয়ে তুলে এনে ধর্ষণের হুমকিও দেন।

ইবাংলা / এইচ/ ৭ ডিসেম্বর, ২০২১

Contact Us