মোবাইল ফোন থাকায় ১৪ পরীক্ষার্থী বহিস্কার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলায় ১৪ এইচএসসি পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোন থাকায় তাদের বহিস্কার করা হয়েছে।

Islami Bank

বৃহস্পতিবার (৯ ডিসেম্ব) দুপুর আড়াইটার দিকে চাটখিল সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কক্ষে মোবাইল ফোন সঙ্গে রাখায় তাদের বহিস্কার করা হয়।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম মোসা এ নির্দেশ দেন। বহিস্কৃত ১৪ পরীক্ষার্থীরা চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থী।

one pherma

এ বিষয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এস.এম মোসা বলেন বলেন, দুপুর আড়াইটার দিকে চাটখিল সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কক্ষে এইচএসসি পরীক্ষার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র এবং ফিন্যান্স ব্যাংকিং ও বীমা ১ম পত্রের পরীক্ষা চলছিলো। এ সময় পরীক্ষা চলাকালীন ১৪ পরীক্ষার্থী চাটখিল সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করে।

তিনি আরও বলেন, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে ছাত্রদের সঙ্গে মোবাইল ফোন থাকার বিষয়টি টের করতে পেরে ১৪ পরীক্ষার্থীকে তাৎক্ষণিক বহিস্কার করা হয়েছে এবং মোবাইল ফোনগুলো জব্দ করা হয়।

ইবাংলা /এইচ/১০ ডিসেম্বর, ২০২১

Contact Us