মহাকাশে সংবাদদাতা নিয়োগ ও অফিস খুলল তাস

ইবাংলা ডেস্ক

রুশ বার্তা সংস্থা ‘তাস’ বিশ্বে প্রথম সংবাদমাধ্যম হিসেবে মহাকাশে অফিস চালু করতে যাচ্ছে।বার্তা সংস্থাটি মহাকাশ কেন্দ্রের জীবন ও কর্ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করবে। তাসের ওয়েবসাইটে এ সংক্রান্ত ছবি, খবর ও ভিডিও আপলোড করা হবে।

Islami Bank

রুশ নভোচারী আলেকজান্ডার মিসুরকিন মহাকাশে তাসের বিশেষ সংবাদদাতা হিসেবে কাজ করবেন। তিনি হতে যাচ্ছেন প্রথম মহাকাশ সাংবাদিক। তিনি মহাকাশ কেন্দ্রের জীবন ও কর্ম নিয়ে খবর পাঠাবে তাসের হেড অফিসে। তিনি সয়ুজ এমএস ২০ মহাকাশ যানে করে মহাকাশে পৌঁছেছেন। তার সঙ্গী ছিলেন জাপানি ধনকুবের ইয়াসাকু মায়েজাওয়া ও সহযোগী ইয়োজো হিরানা।

এর আগে রাশিয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র রসকসমসের সঙ্গে তাসের চুক্তি হয়। গত ১৭ নভেম্বর সম্পাদিত চুক্তির পর তাসের প্রধান নির্বাহী কর্মকর্তা সার্গেই মিখাইলভ বলেন, নভোচারীদের সহকর্মী হিসেবে পাওয়া তাসের কর্মীদের জন্য বড় সম্মানের বিষয়।

one pherma

রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন মনে করেন, মহাকাশে তাসের কার্যক্রম বিস্তৃত হওয়ার মাধ্যমে আরও অনেক মানুষ রাশিয়ার কার্যক্রম সম্পর্কে জানতে পারবে। বর্তমানে বিশ্বের ৬০টি দেশে ৬৩টি ব্যুরো অফিসে তাসের কর্মী সংখ্যা প্রায় ২ হাজার।

ইবাংলা / নাঈম/ ১০ ডিসেম্বর, ২০২১

Contact Us