কিশোরগঞ্জের কুলিয়ারচরে বোনের সম্ভ্রম রক্ষায় বখাটেদের হাতে প্রাণ দিয়েছেন ভাই। নিহত আলম মিয়া (২৩) গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ভাটি জগৎচর গ্রামের খুরশিদ মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের একটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। বখাটেদের হামলায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১১ ডিসেম্বরর) ভোরে তিনি মারা যান। আলম হত্যার প্রতিবাদে শনিবার (১১ ডিসেম্বরর) বেলা ১১টায় ভাটি জগৎচর সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী।
নিহত আলমের ভগ্নিপতি সুজন মিয়া জানান, বৃহস্পতিবার (৯ ডিসেম্বরর) বিকালে ছোটবোনসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে পার্শ্ববর্তী সিদ্দুর মোড়ে ওয়াজ মাহফিলে যান আলম মিয়া। সেখান থেকে ফেরার পথে লক্ষ্মীপুর পূর্বপাড়া গ্রামের রাস্তায় রকি, শাওনসহ কতিপয় বখাটে তার বোনকে উত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে তার শ্লীলতাহানীর চেষ্টা করে তারা। এসময় আলম মিয়া এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা আলমকে ধরে বেদম মারধর করে।
তিনি আরও জানান, এক পর্যায়ে বাঁশ দিয়ে আলমের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধার করে বাজিতপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঢাকা মেডিকেলে তার অস্ত্রোপচার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ব্যাপারে নিহত আলমের ভগ্নিপতি সুজন মিয়া বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় লক্ষ্মীপুর পূর্বপাড়া গ্রামের কামাল মিয়ার ছেলে রকি ও একই গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে শাওন ছাড়াও অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করা হয়েছে।কুলিয়ারচর থানার ওসি গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইবাংলা / নাঈম/ ১১ ডিসেম্বর, ২০২১