১৩ হাজারে বিক্রি ১৫০ কেজির মাছ

জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের পূর্ব সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পরেছে প্রায় ৪ মণ (১৫০ কেজি) ওজনের একটি গোলপাতা মাছ। শনিবার (১১ ডিসেম্বর) সকালে বাগেরহাট শহরের কেবি ফিশারি ঘাটে জেলেরা মাছটি নিয়ে আসে। এসময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করে। পরে নিলামের মাধ্যমে ১৩ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেয় জাহিদ শেখ নামের এক মাছ ব্যবসায়ী।

Islami Bank

স্থানীয় কালাম শেখ বলেন, কেবি ফিশারি সব সময় এত বড় মাছ দেখা যায় না। সকালে জেলেরা ট্রলার থেকে মাছটি নিয়ে আসলে মাছটি এক নজর দেখতে আসলাম। মানিক শেখ বলেন, আমি এত বড় গোলপাতা মাছ কখনও দেখিনি। সকালে মাছটি নিলামে উঠানো হলে মাছটি দেখতে আসলাম।

one pherma

মাছ ব্যবসায়ী জাহিদ শেখ বলেন, বাজারে বড় মাছ উঠলে আমি কেনার চেষ্টা করি। সকালে কেবি ফিশারি বাজারের মহিতোষ বাবুর ঘরে মাছটি উঠানো হলে ডাকের মাধ্যমে মাছটি আমি ১৩ হাজার টাকা দিয়ে কিনেছি। মাছটি প্রায় ১৫ ফুট লম্বা। মাছটি কেটে দুইশত টাকা কেজি দরে সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর বাজারে বিক্রি করবো। সুস্বাদু মাছ হিসাবে স্থানীয় বাজারে মাছটির চাহিদা রয়েছে।

ইবাংলা / নাঈম/ ১১ ডিসেম্বর, ২০২১

Contact Us