স্পেনে আকস্মিক বন্যা

আন্তর্জাতিক ডেস্ক

স্পেনের উত্তরাঞ্চলে শক্তিশালী ঝড় ব্যারা’র প্রভাবে আকস্মিক বন্যা হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) আঘাত হানে ঝড়টি। টানা বৃষ্টিতে জলাশয় উপচে সৃষ্টি হয়েছে এ বন্যা পরিস্থিতি। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির নাভারে ও বাস্ক অঞ্চল। তলিয়ে গেছে গোটা এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাট। ফলে নৌকায় চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

গোটা এলাকায় বন্যার ২ নম্বর সতর্কতা এবং জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় সরকার। বন্যাদুর্গত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি আরও অবনতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঝড়ের প্রভাবে বেশ কিছু এলাকায় ঘটেছে তুষারপাতের ঘটনাও। ১২টি রাজ্যে সতর্কতা জারি করেছে প্রশাসন। এরমধ্যে ঘটেছে ভূমি ও ভবনধসের ঘটনা । বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত একজন।

ইবাংলা /টিপি/১২ ডিসেম্বর ২০২১

Contact Us