করোনা ভ্যাকসিনের টাকা নেয়ায় দু’শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শোকজ
সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি
করোনা ভ্যাকসিন নিতে জেলা সদরে যাতায়াত ও নাস্তা খরচের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা উত্তোলনের দায়ে সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করেছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। তাদের এ সংক্রান্ত নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
জানা যায়, ১২ থেকে ১৭ বছর বয়সী সব শিক্ষার্থীদের বিনামূল্যে টিকা প্রদানের নিদের্শনা দেন সরকার। এরই ধারাবাহিকতায় শনিবার (১১ ডিসেম্বর) সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮৪৫ জন এবং রোববার (১২ ডিসেম্বর) তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৫৫০ জন শিক্ষার্থীকে জেলা সদরে নিয়ে টিকা দেয়া হয়। টিকা দেয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের কাছ থেকে মাথা পিছু ২০০ করে টাকা নেন বিদ্যালয় কর্তৃপক্ষ। দু’ শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় আড়াই লক্ষাধিক টাকা উত্তোলনের অভিযোগ ওঠে প্রধান শিক্ষক মো. আতাউর রহমান ও কহিনুর রহমানের বিরুদ্ধে।
এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এতে সমালোচনার মুখে শনিবার বিকেলে মাইকিং করে ঘোষণা দিয়ে টাকা ফেরত দেন সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অপরদিকে, সোমবার (১৩ ডিসেম্বর) এ রিপোর্ট লেখা পর্যন্ত তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কহিনুর রহমান টাকা ফেরত দেয়ার বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলে জানা গেছে।
তালেবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কহিনুর রহমান বলেন, আমি কারণ দর্শানোর নোটিশ পেয়েছি, নির্ধারিত সময়েই মধ্যেই জবাব দিবো।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজ-উদ-দ্দৌল্লাহ করোনা ভ্যাকসিনের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি শুনে তাৎক্ষনিক টাকা ফেরত দেয়ার ব্যবস্থা নিয়েছি। সেই সঙ্গে অফিসিয়ালি দু’ প্রতিষ্ঠান প্রধানকে শোকজ করে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
ইবাংলা /এইচ /১৩ ডিসেম্বর, ২০২১