দক্ষিণ সিটির ৯ চালক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৯ জন গাড়িচালককে বরখাস্ত করা হয়েছে। নিজেদের অনুকূলে বরাদ্দ থাকা গাড়ি বহিরাগত লোকদের দিয়ে চালানোর দায়ে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

গুলিস্তানে গাড়ি চাপায় নটর ডেম কলেজছাত্রের মৃত্যুর ঘটনার জের ধরে তাদের বরখাস্ত করা হয়। এছাড়া একজনের গাড়ি আরেকজনের হাতে তুলে দেওয়ার দায়ে সংস্থার পরিবহন তত্ত্বাবধায়ক ফারুক আহমেদকে চাকরিচ্যুত করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

তিনি বলেন, নিজেদের অনুকূলে বরাদ্দ থাকা গাড়ি বহিরাগত লোকদের দিয়ে চালানোর দায়ে ৯ জন চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দক্ষিণ সিটির সচিব দপ্তর সূত্রে জানা গেছে, সাময়িক বরখাস্ত হওয়া ৯ চালকের মধ্যে ৭ জন ময়লাবাহী গাড়ি (ভারী) চালক ছিলেন। বাকি দুজন সংস্থার হালকা গাড়ি চালাতেন। সাময়িক বরখাস্ত হওয়া ময়লাবাহী গাড়িচালকেরা হলে- কাউছার আলী, বেলায়েত হোসেন, ফরিদ আহমেদ, মো. আবদুল্লাহ, জামাল উদ্দিন-২, কবির হোসেন-২ ও রবিউল আলম। আর হালকা গাড়িচালকেরা হলেন আজিম উদ্দিন ও নূর জালাল শিকদার।

২৪ নভেম্বর বেলা সাড়ে ১১টায় ডিএসসিসির গাড়ির ধাক্কায় নটরডেম শিক্ষার্থী নাঈম হাসানের (১৭) মৃত্যু হয়। এরপর শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। ঘটনার পর তাৎক্ষণিক তদন্ত কমিটি করে দক্ষিণ সিটি কর্পোরেশন। শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনেও সংস্থার পরিবহন পুলের (পরিবহন বিভাগ) অব্যবস্থাপনা ও অনিয়মের চিত্র উঠে আসে।

ইবাংলা /টিআর /১৩ ডিসেম্বর

Contact Us