জাতীয় স্মৃতিসৌধে ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রামনাথ কোবিন্দ।

এ সময় শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন করেন তিনি। বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের সমাপনী দিবস উদযাপন এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে বাংলাদেশ সফর করছেন তিনি।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার (১৫ ডিসেম্বর) সকালে একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকায় পৌঁছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিন দিনের এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক ইস্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের এটাই বাংলাদেশে প্রথম সফর। এর আগে ২০১৩ সালের মার্চে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ঢাকায় এসেছিলেন।

ইবাংলা /টিআর /১৫ডিসেম্বর ২০২১

Contact Us