ক্যাটরিনাকে দুই প্রাক্তনের কোটি টাকার উপহার

বিনোদন ডেস্ক

রাজস্থানের সিক্স সেন্স ফোর্টে ৯ ডিসেম্বর ব্যয়বহুল বিয়ে করেছেন ভিকি-ক্যাটরিনা। এর পর থেকেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন এই নবদম্পতি। মিডিয়ার তীব্র কভারেজের কারণে ‘টক অব দ্য ইন্ডিয়া’-তে পরিণত হয় বিয়েটি। এবার ক্যাটরিনার বিয়েতে তারকাদের দেয়া উপহারের তালিকা ভাইরাল হয়েছে। বলা বাহুল্য যে ক্যাটের দুই প্রাক্তন প্রেমিক সালমান খান ও রণবীর কাপুর নবদম্পতিকে কি উপহার দিলেন এ নিয়ে কৌতুহল সবচেয়ে বেশি।

Islami Bank

জানা গেছে ক্যাটরিনার বিয়ের সবচেয়ে মুল্যবান উপহার দিয়েছেন সালমান খান এবং রণবীর কাপুর। দু’জনে মিলে ক্যাটরিনাকে ৫ কোটি রুপিরও বেশি মূল্যের উপহার দিয়েছেন। যা বাংলাদেশি টাকার অংকে ৭ কোটিরও বেশি। বিয়েতে নিমন্ত্রন না পেলেও সাবেক প্রেমিকার জন্য ভাইজান প্রায় তিন কোটি রুপির রেঞ্জ রোভার গাড়ি উপহার দিয়ে চমকে দিয়েছেন। অন্য দিকে রণবীর কাপুর দিয়েছেন ২ কোটি ৭০ লাখ রুপির একটি হিরের নেকলেস।

one pherma

এছাড়াও শাহরুখ খান, কারিনা কাপুর, আলিয়া ভাট, তাপসী পান্নু, অক্ষয় কুমারসহ অনেকেই অনেক দামি উপহার পাঠিয়েছেন ক্যাটরিনার জন্য। তবে সবার চেয়ে এগিয়ে ক্যাটের দুই প্রাক্তনই। ভিক্যাটের বিয়ে এরইমধ্যে বলিউডে সবচেয়ে ব্যয়বহুল বিবাহগুলোর মধ্যে একটি হিসেবে নাম লিখিয়েছে।

ইবাংলা / টিপি / ১৫ ডিসেম্বর, ২০২১

Contact Us