ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে তিন জেলার ৭০ গ্রাম প্লাবিত
বিশেষ প্রতিনিধি :
দেশের বিভিন্ন নদ-নদীর পানি বাড়ছে। প্লাবিত হয়েছে শেরপুর, ফেনী ও ময়মনসিংহের অন্তত ৭০টি গ্রাম। আশঙ্কা দেখা দিয়েছে বন্যার।
শেরপুরের মহারশী, চেল্লাখালী, ভোগাই নদী ও ব্রহ্মপুত্র নদের পানি বাড়ছে। তলিয়ে গেছে ৩০ গ্রাম। ঝিনাইগাতীতে মহারশী নদীর পানির তোড়ে শহর রক্ষা বাঁধ ভেঙে পানিবন্দি উপজেলার পাঁচ’শ পরিবার।
এছাড়া ভোগাই নদীর পানি বেড়ে নালিতাবাড়ী পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদীসহ সবগুলো শাখা নদীর পানি বেড়ে তাহিরপুর ও দোয়ারাবাজারসহ বিভিন্ন উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।
এদিকে, ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের তিনটি স্থানে ভেঙে প্লাবিত হয়েছে সদর ও পরশুরামের অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে আমনের বীজ তলা ও সবজি আবাদ।
অন্যদিকে ময়মনসিংহের নেতাই নদীর বাঁধ ভেঙে হালুয়াঘাট ও ধোবাউড়ার ৩০ গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দি রয়েছেন। এদিকে, আগামী ১০ দিন ব্রহ্মপুত্র, পদ্মা ও যমুনা নদীর পানি বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।
ইই/ বন্যা/ তিন/ ২ জুলাই, ২০২১