ভুয়া রপ্তানির আদেশ দেখিয়ে সরকারি প্রণোদনার ৯৮ লাখ ১৫ হাজার ৬৮৯ টাকা আত্মসাৎ করায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নামসর্বস্ব প্রতিষ্ঠান খুলে এ টাকা হাতিয়ে নেয় তারা। দুদকের সহকারী পরিচালক প্রবীর কুমার দাস বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- আমির ফুড প্রোডাক্টসের স্বত্বাধিকারী মাে. আমির হােসেন, তার ভাই এম এন এইচ বুলু ও আনোয়ার হোসেন।
মামলা সূত্রে জানা গেছে, আসামিরা ‘সী শীল লজেস্টিকস ফরোয়ার্ডিং’ নামে একটি প্রতিষ্ঠান খুলে ভুয়া কাগজপত্র তৈরি করেন। এরপর পাচারের উদ্দেশ্যে রাজধানীর বনানীতে একটি ব্যাংকের শাখা থেকে প্রণোদনার ৯৮ লাখ টাকা তোলেন। ভুয়া রপ্তানি আদেশ এসব উত্তোলন করেন তারা। সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
ইবাংলা/টিপি/১৬ ডিসেম্বর, ২০২১