সিংগাইরে মহান বিজয় দিবস উদযাপন

সোহরাব হোসেন,সিংগাইর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।

Islami Bank

ভোর হতে উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর ম্যুরালে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামীলীগ, সিংগাইর সরকারি কলেজ, সিংগাইর বাজার বনিক সমিতি, দলিল লেখক সমিতি, সিংগাইর প্রেসক্লাব ও পৌরসভাসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। অপরদিকে, বিএনপির পক্ষ থেকে বিজয় দিবসে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পার্ঘ অর্পণ না করে খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিজয় র‌্যালী বের করেন।

one pherma

এছাড়া দিবসটি উপলক্ষে সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে মনোজ্ঞ কুচ-কাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধাদের দেয়া হয় সংবর্ধনা। সেই সাথে সরকারি হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

ইবাংলা /টিআর/ ১৬ ডিসেম্বর

Contact Us