৫০ হাজার জাতীয় পতাকা প্রদর্শন
জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে একযোগে ৫০ হাজার জাতীয় পতাকা প্রদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে।
এর মধ্যে জেলা সদরে ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে ৩০ হাজার এবং অন্যান্য উপজেলা সদরে আরো ২০ হাজার জাতীয় পতাকা প্রদর্শন করা হয়।
১ মিনিটে ১৬ বার জাতীয় পতাকা প্রদর্শন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের শহিদ সদস্য, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিতা ২ লাখ মা-বোনকে শ্রদ্ধা জানানো হয়।
এছাড়া বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে মানবপতাকা তৈরি করা হয়। ৩৫০/২১০ ফুট আয়তনে ১৬ হাজার ছাত্রছাত্রীর অংশগ্রহণে এই পতাকা তৈরি হয়। এ সময় অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিবসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।
ইবাংলা /টিআর/ ১৭ ডিসেম্বর