পর্যটকদের ঢল রাঙামাটিতে

জেলা প্রতিনিধি, রাঙামাটি

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে টানা তিনদিনের ছুটি সবকিছু মিলে রাঙামাটিতে পর্যটকদের ঢল নেমেছে। পর্যটন স্পটগুলো ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।টানা ছুটিতে শহরের বেশিরভাগ হোটেল-মোটেল পর্যটকে ভরপুর ।

চট্টগ্রাম থেকে বেড়াতে আসা পর্যটক দম্পত্তি শারমিন আলম বলেন, রাঙামাটিতে বহুদিন পর এসেছি। বেশ ভাল লাগছে। ঝুলন্ত সেতু দেখেছি, সুবলং ঝর্ণা দেখেছি। আরও কিছুদিন থাকব।স্ত্রী-সন্তান নিয়ে ঘুরতে এসে আনন্দ লাগছে। রাঙামাটির রূপ-বৈচিত্র আমাকে মুগ্ধ করেছে। তাই পরিবার নিয়ে বেড়াতে এসেছি।

রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, দীর্ঘদিন করোনা মহামারির নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও পর্যটক আসতে শুরু করেছে রাঙামাটিতে। এই ধারা অব্যাহত থাকলে দীর্ঘদিনের অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। পর্যটন মোটেলের ৯০ ভাগ রুম বুকিং হয়ে গেছে।জানা গেছে, রাঙামাটি শহরে ৫৪টি হোটেল রয়েছে। যেগুলোতে প্রায় ১০ হাজার পর্যটক থাকতে পারে।

ইবাংলা / নাঈম/ ১৭ ডিসেম্বর, ২০২১

Contact Us