পালিত হচ্ছে সুপ্রিম কোর্ট দিবস-২০২১’

আদালত প্রতিবেদক

বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে ৫ম বারের মতো পালিত হচ্ছে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস-২০২১’। ১৮ ডিসেম্বর দিনটিকে সুপ্রিম কোর্ট দিবস হিসেবে পালন করা হয়। স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী উচ্চ আদালতের কার্যক্রম ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর প্রথম শুরু হয়েছিল।

উচ্চ আদালত প্রতিষ্ঠার ৪৫ বছর পর ২০১৭ সালের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় প্রতি বছরের ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এরপর থেকে প্রতি বছর ১৮ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় সুপ্রিম কোর্ট দিবস পালিত হয়ে আসছে।

সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে আজ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে থাকবেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আইনমন্ত্রী আনিসুল হক বক্তব্য রাখবেন। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসান। উভয় বিভাগের বিচারপতি,আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা সুপ্রিম কোর্ট দিবসের আলোচনা সভায় উপস্থিত থাকবেন।

ইবাংলা / টিপি/ ১৮ ডিসেম্বর, ২০২১

Contact Us