বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলে বঙ্গবন্ধু আইল্যান্ডের কাছে মোংলা বন্দর চ্যানেলের ১৫ নম্বর বয়া এলাকায় শনিবার (১৮ ডিসেম্বার) সকালে পুরোনো ডুবন্ত জাহাজের র্যাকে সাথে ধাক্কা লেগে ‘এমটি মনোয়ারা’ নামের একটি তেলবাহী ট্যাংকার ছিদ্র হয়ে দূর্ঘটনার কবলে পড়েছে।
দূর্ঘটনাকবলিত তেলবাহী ট্যাংকার থেকে এসওএস ( সেভ এন্ড সোল) বার্তা পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে সুন্দরবনের হিরন পয়েন্টে পাইলট ষ্টেশনের কোস্টগার্ডের জাহাজ শহীদ মুনসুর আলী ও মোংলা বন্দর কর্তৃপক্ষ ওয়েল স্পিল রেসপন্স ভেসেল।
দূর্ঘটনাকবলিত তেলবাহী ট্যাংকার থেকে তেল সমুদ্রসহ বন্দর চ্যানেল ও সুন্দরবনে ছড়িয়ে পড়েছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মোংলা বন্দর কতৃপক্ষ মেইল বার্তায় ট্যাংকার দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্যাংকারটির ব্যালাষ্ট ট্যাংক ছিদ্র হলেও এখনো অক্ষত রয়েছে ট্যাংকারের তেলবাহী ট্যাংক গুলো। তবে ওই ট্যাংকারটিতে কি পরিমান তেল মজুদ রয়েছে তা তাৎক্ষনিক ভাবে জানাতে পারেনি বন্দর কতৃপক্ষ।
মোংলা বন্দর কতৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ সচিব মুন্সি মো. মাকরুজ্জামান জানান,ঘটনাস্থলে যাওয়া বন্দরের ওয়েল স্পিল রেসপন্স ভেসেল থেকে দূর্ঘটনা কবলিত তেলবাহী ট্যাংকার থেকে তেল নিঃসরণ হচ্ছে কিনা তা নিশ্চিত করবে। এরপর সে অনুযায়ী দূর্ঘটনার শিকার হওয়া ট্যাংকারে মজুদকৃত তেল অন্য তেলের ট্যাংকারে স্থানান্তরের ব্যবস্থা নেয়া হবে।
ইবাংলা /টিআর/১৮ ডিসেম্বর