আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার বাড়ি-গাড়িসহ ব্যবহৃত আরও কিছু জিনিস নিলামে তুলছে তার সন্তানরা। রোববার (১৯ ডিসেম্বর) অনলাইনেই অনুষ্ঠিত এই নিলামের নাম রাখা হয়েছে ‘টেন অকশন’। তার বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের সঙ্গে বিশেষভাবে জড়িয়ে আছে ১০ সংখ্যাটি। আর তাই নিলামের নামও রাখা হয়েছে দশ দিয়ে।
আরও পড়ুন: ম্যারাডোনার চুরি যাওয়া ঘড়ি মিলল আসামে
অকশনে নিজের বাবা-মাকে উপহার দেওয়া ম্যারাডোনার বাড়িটির প্রাথমিক দর ধরা হয়েছে ৯ লাখ ডলার। বাড়ি ছাড়াও নিলামে উঠছে ম্যারাডোনার গাড়িও। জানা গেছে, তার ব্যবহৃত বেশ কয়েকটি গাড়ি নিলামে তোলা হচ্ছে। যার মধ্যে রয়েছে বিএমডব্লিউ-৭৫০। গাড়িটির ন্যূনতম দাম ধরা হয়েছে আড়াই লাখ ডলার। এছাড়াও তার নিলামে তোলা হচ্ছে তার ব্যবহৃত জুতা, টুপি, ফিদেল কাস্ত্রোর সঙ্গে ছবি, টি-শার্ট এবং গিটার ইত্যাদি। জানা গেছে, মোট ৮৭টি জিনিস থাকবে নিলামে। ম্যারাডোনার সন্তানরা এই নিলামে সম্মত হয়েছেন।
এরই মধ্যে নিলামের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকে এমনও মন্তব্য করছেন, সন্তানদের পকেটে হয়তো টান পড়েছে, তাই তারা বাবার স্মৃতিবিজড়িত এই জিনিসগুলো নিলামে তুলছে। উল্লেখ্য, এর আগে কোনো ফুটবলারের সম্পদ নিয়ে এমন গণহারে নিলাম ডাকা হয়নি। তবে আয়োজকদের মতে, সারা বিশ্বে ম্যারাডোনার ভক্তরা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। প্রিয় তারকার স্মৃতিবিজড়িত জিনিস তাদের মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হচ্ছে।
গত বছরের নভেম্বর মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ম্যারাডোনা। ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে তিনি প্রায় একাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। ১৯৯০ সালে ইতালি বিশ্বকাপেও তিনি আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন। কিন্তু সেবার জেতাতে পারেননি। ১৯৯৭ সালে ফুটবলকে বিদায় জানান আর্জেন্টিনার এই কিংবদন্তি।
ইবাংলা / টিপি/ ১৯ ডিসেম্বর, ২০২১