করোনায় মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২ জন।এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫০ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৬০ জনের।এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৩৪৩ জনে। করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর তথ্য জানায়।

Islami Bank

এর আগে রোববার (১৯ ডিসেম্বর) করোনায় মৃত্যু হয় ১ জনের। শনাক্ত হয়েছে ২১১ জনের।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই পুরুষ। এ পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৮০৭ জন।গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ১০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৯৫৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩০ শতাংশ।

one pherma

এ পর্যন্ত মোট ১ কোটি ১২ লাখ ৮৬ হাজার ২৯টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ১ শতাংশ।উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজন রোগীর মৃত্যু হয়।

ইবাংলা / নাঈম/ ২০ ডিসেম্বর, ২০২১

Contact Us