দফায় দফায় সংঘর্ষ, আ.লীগ অফিস ভাংচুর
জেলা প্রতিনিধি, ভোলা
ভোলায় পঞ্চম ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পশ্চিম ইলিশায় ও রাজাপুরে কয়েক দফা সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। রাজাপুরে একজনের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পশ্চিম ইলিশায় দুই চেয়ারম্যান প্রার্থী ও গ্রুপের মধ্যে হাওলাদার মার্কেট, বিশ্বরোড, বাঁধেরপাড় এলাকায় দফায় দফায় হামলা ও সংঘর্ষ হয়েছে।
এ সময় বিশ্বরোডের আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও বাঁধের পাড়ে নৌকার প্রার্থীও অফিস ভাঙচুর করা হয়। হামলায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
ওই এলাকায় নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন মো. জহিরুল ইসলাম জহির ও আওয়ামী লীগের বিদ্রোহী রয়েছেন মো. গিয়াস উদ্দিন। হামলায় গিয়াস উদ্দিনের মাথা ফেটে যায় বলে জানান গিয়াসের মেয়ে জান্নাত বেগম। দুই পক্ষের মধ্যে দুই ঘণ্টাব্যাপী ইটপাটকেল নিক্ষেপ করে।
জহিরুল ইসলাম জহির জানান, তিনি সকালে নদী এলাকায় গণসংযোগ করছেন। বেলা ১১টায় হাওলাদার মার্কেট এলাকায় জহিরের দুই কর্মীকে বেদম মারধর করে গিয়াসের কর্মীরা। এরপর দুপুর সাড়ে ১২টায় ফের গিয়াসের গ্রুপ ও জহিরের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে ফের দুপুর ২টায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়।
জহির জানান, তার ১৫ জন কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে নুরনবী (৪৫), মাজাহারুল ইসলাম (৩০) ও আরিফ হোসেন (২৫), আলী আকবর রয়েছে আশঙ্কাজনক অবস্থায়।
ভোলা হাসপাতালে চিকিৎসারত ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, তিনি এলাকার একজনের জানাজা শেষে বাড়ি আসার পথে তার উপর হামলা করা হয়। এতে তার মেয়ে জান্নাত বেগম, ছেলে সাজ্জাত হোসেন, ভাই ইব্রাহিম, ছিদ্দিক, নাছিমা বেগমসহ ১২ জন আহত হন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৮ জন। এ ছাড়া আরও ৫-৬ জনকে কুপিয়ে জখম করা হয়।
অপরদিকে রাজাপুর ইউনিয়নের নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান জানান, জনতাবাজার এলাকায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় স্থানীয়রা দুজনকে মারধর করে। তিনি গিয়ে ওই দুজনকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেন।
অপরদিকে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদের প্রার্থী রেজাউল হক মিঠু জানান, বাজারে প্রচারকালে তার কর্মীদের উপর হামলা করে দুজনের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে এই এলাকায় অবস্থান করছেন। আহতদের ভোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইবাংলা /টিআর/ ২৪ ডিসেম্বর