ভোলার বোরহানউদ্দিনে ভোট কেন্দ্রে নগদ টাকা নিয়ে প্রবেশের দায়ে নৌকার এক এজেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও পক্ষিয়া এবং হাসাননগর ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র থেকে আরও ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃত নৌকার এজেন্টের নাম সবুজ বলে নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ভোটচলাকালীন সময়ে সকালের দিকে ওই এজেন্ট ৩৭ হাজার টাকা নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। ওই টাকা তিনি ভোটারদের বিতরণের জন্য এনেছেন বলে জানতে পেরেছি।
অপরদিকে উপজেলার হাসান নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড থেকে আলাউদ্দিন নামের এক এজেন্টকে মোবাইলফোনসহ আটক করা হয়। তিনি সংরক্ষিত মহিলা আসনের উড়োজাহাজ প্রার্থীর এজেন্ট ছিলেন।
ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নানা অনিয়মের অভিযোগে আরও ৫ জনকে আটক করা হয়েছে।
ইবাংলা /টিআর/২৬ ডিসেম্বর