কোপা আমেরিকার দুই ফাইনালিস্ট মুখোমুখি সেমিতে
ব্রাজিল-পেরু, এগিয়ে কে? পাল্লা ভারি ব্রাজিলেরই। এবারের কোপা আমেরিকায় ব্রাজিল ছুটে চলছে অপ্রতিরোধ্য গতিতে। শিরোপা জয়ের পথে সেমি ফাইনালে তাদের প্রতিপক্ষ পেরু। মঙ্গলবার (৫ জুলাই) ভোর ৫টায় ম্যাচটি দেখাবে সনি টেন-২, সনি সিক্স। এখন পরিসংখ্যানের আলোয় দেখে নেওয়া যাক কে কতটা এগিয়ে।
সেমির মঞ্চে মুখোমুখি হওয়া দল দুটি আসলে গতবারেরই দুই ফাইনালিস্ট। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলের সামনে গতবারের রানার্স আপ পেরু। তিতের ব্রাজিল গ্রুপ পর্বেও একবার তাদের পরীক্ষা নিয়েছিল। স্বাগতিকদের কাছে পেরু হেরেছে ৪-০ গোলে।
সার্বিক পরিসংখ্যানেও সেলেসাওদের রেকর্ড খুব সমৃদ্ধ। স্বাগতিক ব্রাজিল সব প্রতিযোগিতা মিলে অপরাজিত ১১ ম্যাচ। এর মাঝে জাল অক্ষত থেকেছে ৮টিতে! আবার কোপায় রেকর্ডও ডাকছে ব্রাজিল কোচকে। ফাইনালে পৌঁছালে কোপায় সর্বাধিক ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডে ভাগ বসাবেন তিতে।
মুখোমুখি লড়াইয়ে সব মিলে ৪৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল-পেরু। সেলেসাওদের জয় ৩৩টিতে। কোপায় মুখোমুখি ১২ লড়াইয়ে ব্রাজিলের জয় ৮টিতে। হার ও ড্র দুটি করে।
এক নজরে আরও কিছু তথ্য:
১. কোপায় ২০বার ফাইনাল খেলে ব্রাজিল শিরোপা জিতেছে ৯বার। অন্যদিকে তিনবার ফাইনাল খেলে পেরু শিরোপা জিতেছে ২বার।
২. কোপায় কখনোই হার দেখেননি ব্রাজিল কোচ তিতে। জয় ৮টি, ড্র ৩টি।
৩. এই আসরে সবচেয়ে বেশি গোল পাওয়া দলটি ব্রাজিল (১১)। এর মাঝে ৮টি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে, ৫টি গোল শেষ ১৫ মিনিটে।
ই-বাংলা/ কোপা/ ৫ জুলই, ২০২১