দেশে একদিনে মৃত্যু ১৬৪, শনাক্ত ১০ হাজার ছুঁই ছুঁই
নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
দেশে একটানা ৯ দিন যাবৎ করোনায় শতাধিক মৃত্যুর রেকর্ড গড়ে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে করোনায় মৃত্যু। গতকাল রোববার ( ৪ জুলাই) দেশে সর্বোচ্চ ১৫৩ জনের মৃত্যু হয়েছিলো। তবে মঙ্গলবার ( ৫ জুলাই) সেই সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত দেখলো দেশ।
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড আরও ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এটি এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এনিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজার ২২৯ জনে। এর ফলে টানা ৯ দিন ধরে শতাধিক মৃত্যুর ঘটনা ঘটলো। গত ২৪ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের সংখ্যাও একদিনের সর্বোচ্চ রেকর্ড ৯ হাজার ৯৬৪ জন। এ নিয়ে দেশে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন। দেশে করোনা সংক্রমণের ৪৮৪তম দিনে আজ সোমবার (৫ জুলাই) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়।
এর আগে, রোববার (৪ জুলাই) নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় ১৫৩ জনের মৃত্যু হয়। গত ২৪ ঘন্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৮.৯৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছিলেন ৮ হাজার ৬৬২ জন।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে প্রাপ্ত তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৫ হাজার ৪২টি। আর দেশের মোট ৬০৫টি ল্যাবে অ্যান্টিজেন টেস্টসহ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ২টি। এর মধ্যে ৯ হাজার ৯৬৪ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯.৩০ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৭ লাখ ৫৭ হাজার ৫৬২টি। এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫৩ জনের মধ্যে ১০৯ জন পুরুষ ও ৫৫ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৫৯ শতাংশ। এ পর্যন্ত মৃত্যুবরণ করা ১৫ হাজার ২২৯ জনের মধ্যে ১০ হাজার ৭৮৫ জন পুরুষ ও ৪ হাজার ৪৪৪ জন নারী।
আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ৫ হাজার ১৮৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭.৮৭ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ লাখ ৩৯ হাজার ৮২ জন। অন্যদিকে, ২৪ ঘন্টায় খুলনা বিভাগে সর্বোচ্চ ৫৫ জন এবং ঢাকা বিভাগে ৪০ জনের মৃত্যু হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদফতর।
করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছিলো সে হার। তবে, দেশে করোনায় ২য় ঢেউয়ে আবারো বাড়তে শুরু করেছে সংক্রমণ হার ও মৃতের সংখ্যা। সংক্রমণ ঠেকাতে আবরো দেশে কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার।
ই-বাংলা/ করোনা ভাইরাস/ ৫ জুলই, ২০২১