করবস্থানের রাস্তা নিয়ে বিরোধে আহত ১৫

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

করবস্থান যাওয়ার রাস্তা নিয়ে বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উত্তর জাঙ্গাল গ্রামের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

Islami Bank

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর জাঙ্গাল গ্রামে করবস্থানে যাওয়ার রাস্তা নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় সাধু বাড়ির সাইফুলের সঙ্গে তার চাচাতো ভাই ইব্রাহিমের বিরোধ ছিল। এ নিয়ে গতকাল তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

one pherma

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইবাংলা / টিপি/ ২৮ ডিসেম্বর, ২০২১

Contact Us