গভির রাতে ট্রেন লরির সংঘর্ষ

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশীথা ট্রেনের সঙ্গে লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের এসকেএম জুট মিল রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা। এতে তূর্ণা নিশীথা ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Islami Bank

রেলওয়ে পুলিশের কনস্টেবল রিয়াজ উদ্দিন জানান, রেল ক্রসিং পার হওয়ার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রেন আসার আগেই লরিটি উঠে যায় রেললাইনে। এরপর ট্রেনের প্রচণ্ড ধাক্কায় লরিটি দুমড়েমুচড়ে পাশে ছিটকে পড়ে। ঘটনার পর লরির চালক পালিয়ে গেছেন। ট্রেনের ইঞ্জিনের একপাশে ধাক্কা লেগে লরিটি দুই ভাগ হয়ে গেছে। এতে ট্রেনের ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল

one pherma

রেলওয়ে সূত্রে জানা গেছে, লরির সঙ্গে সংঘর্ষে তূর্ণা নিশীতা ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে চট্টগ্রাম থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে রাত ২টার দিকে তূর্ণা নিশিতা ট্রেনটি সীতাকুণ্ড ছেড়ে যায়।

ইবাংলা /টিপি/ ২৯ ডিসেম্বর, ২০২১

Contact Us