পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন পাঠ্যবই উৎসব করা হলেও করোনার কারণে এ বছরও দেশে বই উৎসব হচ্ছে না। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সকালে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Islami Bank

এসএসসির ফল প্রকাশের পরই প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করবেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ বই বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন : মাধ্যমিকে যুক্ত হচ্ছে যৌন ও প্রজননস্বাস্থ্যের পাঠ

প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দেবেন। এরপর সম্মিলিতভাবে শিক্ষার্থীরা ধন্যবাদ জ্ঞাপন করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

one pherma

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। এ ছাড়া দুই মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পাঠ্যপুস্তক উৎসব’ উদ্বোধন করার পর ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার কার্যক্রম পরিচালিত হবে। তবে একদিনে সব শিক্ষার্থীকে বই দেওয়া এ বছর সম্ভব হবে না। পর্যায়ক্রমে ক্লাসে শিক্ষার্থীরা নতুন বই পাবে।

ইবাংলা/ ইজা/ ২৯ ডিসেম্বর, ২০২১

Contact Us