বিপিএলের আগেই মাঠে ফিরছেন তামিম-মাহমুদউল্লাহরা

ইবাংলা স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগেই মাঠে ফিরছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ্‌ রিয়াদ ও মোস্তাফিজুর রহমান। সম্ভাবনা রয়েছে সাকিব আল হাসানেরও খেলার। আগামী মাসে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাটে খেলতে দেখা যাবে তাদের।

Islami Bank

বুধবার (২৯ ডিসেম্বর) খবরটি নিশ্চিত করেছেন জাতীয় নির্বাচক হাবিবুল বাশার সুমন। ইসলামী ব্যাংক ইস্ট জোন তামিমকে রিটেইন করেছে। মাহমুদউল্লাহকে বিসিবি নর্থ জোন ও মোস্তাফিজকে দলে নিয়েছে বিসিবি সাউথ জোন

বাশার বলেন, ‘৯ জানুয়ারি থেকে সিলেটে বিসিএলের ওয়ানডে ফরম্যাটের খেলা শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে তামিম, মাহমুদউল্লাহ ও মোস্তাফিজ খেলবেন। এছাড়া সাকিবও খেলতে পারে তবে সেটা এখনও নিশ্চিত নয়।’

one pherma

এবারের বিসিএল অনুষ্ঠিত হচ্ছে দুই ফরম্যাটে। চার দিনের ম্যাচ শেষে ওয়ানডে ফরম্যাটেও অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। চার দিনের ম্যাচ শেষ হচ্ছে আগামী ৬ জানুয়ারী। সবকিছু ঠিক থাকলে ওয়ানডে ফরম্যাটের বিসিএল শুরু হতে পারে ৯ জানুয়ারী।

ইবাংলা/এইচ/ ২৯ ডিসেম্বর, ২০২১

Contact Us