মাদারীপুর সদর উপজেলার খাগদি স্ট্যান্ড যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ তিন যাত্রী। দুর্ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বাসটি পুড়িয়ে দিয়েছেন।
শুক্রবার (৩১ডিসেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার খাগদী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।ইজিবাইকের যাত্রী নিহত হওয়ার ঘটনায় ধাক্কা দেয়া বাসটি পুড়িয়ে দিয়েছে স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নেভায়।
নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহত তিন ব্যক্তিকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেনআমরা যথেষ্ট চেষ্টা করতে পারার জন্য। স্থানীয় লোকজন বলেন,কর্তৃকপক্ষ যদি এখানে স্টিক ব্যেকার দেয় তাহলে আর কোন দিন কোন মায়ের ছেলের রক্ত ঝরবেনা।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া বলেন, বরিশাল থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল দিদার পরিবহনের বাসটি। অন্যদিকে মাদারীপুর শহর থেকে মোস্তফাপুর যাচ্ছিল ইজিবাইকটি। পথে খাগদী এলাকায় ইজিবাইককে ধাক্কা দেয় বাস। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের এক যাত্রী নিহত হয়।আরো বলেন, যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তারা যদি আসে তাদেরকে আইনি সহযোগিতা দেব।
ইবাংলা /টিআর/৩১ ডিসেম্বর