ওমিক্রন বিষয়ে বৈঠক হবে সন্ধ্যায়
নিজস্ব প্রতিবেদক
বৈশ্বিক মহামারি করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ পরিস্থিতির সার্ভিক বিষয় নিয়ে সন্ধ্যায় বৈঠকে বসবে আন্তঃমন্ত্রণালয়। সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সূত্রমতে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিবসহ আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত থাকবেন। এ ছাড়া ভার্চুয়ালি বিভিন্ন জেলার ডিসি, এসপি, ডিআইজি, পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য বিভাগের পরিচালক, সিভিল সার্জনরা ভার্চুয়ালি যুক্ত থাকবেন।
বৈঠকে ওমিক্রন পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দ্রুততার সঙ্গে ওমিক্রন ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও গত ১১ ডিসেম্বর প্রথম দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হয়।
ইবাংলা/ ই/ ৩ জানুয়ারি, ২০২২