‘সৈয়দ আশরাফের রাজনীতি অনুকরণীয় হয়ে থাকব’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন দেশের রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত সজ্জন, সৃজনশীল রাজনীতিক। তিনি তার কথা-বার্তা, আচার-আচরণে সব সময় পরিশীলিত ছিলেন। সভ্য রাজনীতি ছিল তার, যা অনুকরণীয় হয়ে থাকবে।

Islami Bank

সোমবার (৩ জানুয়ারি) সকালে বনানীতে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আজকে তিনি আমাদের মাঝে নেই। সময় উপযোগী দায়িত্বশীল আচার-আচারণ, কর্মকাণ্ডের মাধ্যমে তিনি রাজনৈতিক অঙ্গনে যেমন একটি সুদৃঢ় অবস্থা করেছেন, সাধারণ মানুষের মধ্যেও অবস্থা তৈরি করেছেন। এ দেশের সব শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। তিনি সারা জীবন অনুকরণীয় হিসেবেই বিবেচিত হয়ে থাকবেন।

one pherma

তিনি আরো বলেন, আমাদের জাতির ক্রান্তিলগ্নে তার ভূমিকা চির স্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন দুই নেত্রীকে গ্রেফতার করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা নতুন ষড়যন্ত্র শুরু হয়েছিল, তখন সৈয়দ আশরাফুল ইসলামের ভূমিকা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

এ সময় সৈয়দ আশরাফুল ইসলামের ছোটবোন ও সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি জানান, সৈয়দ আশরাফুল ইসলাম তার বাবা সৈয়দ নজরুল ইসলামের দেখানো পথেই আদর্শের রাজনীতি করে গেছেন।

ইবাংলা / নাঈম/ ০৩ জানুয়ারি, ২০২২

Contact Us