মেয়রকে আইনি নোটিশ পাঠাল সাত কাউন্সিলর

জেলা প্রতিনিধি, বরিশাল

নানা অনিয়মের অভিযোগ এনে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ তিন কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন সাত কাউন্সিলর।
সিটি করপোরেশনের সাতজন ওয়ার্ড কাউন্সিলরের পক্ষে সুপ্রিম কোর্ট ও বরিশাল জজ কোর্টের আইনজীবী মো. আজাদ রহমান এ আইনি নোটিশ পাঠান। ১৫ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

Islami Bank

নোটিশে বলা হয়, নোটিশদাতা সাত কাউন্সিলরের সিটি করপোরেশন থেকে মাসিক সম্মানী ৫০ হাজার টাকা পাওয়ার কথা থাকলেও তারা ৪৩ হাজার ৫০০ টাকা পাচ্ছেন। কিন্তু অন্য কাউন্সিলরদের ৫০ হাজার টাকা করেই মাসিক সম্মানী দেয়া হচ্ছে। মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া হোল্ডিং ট্যাক্স এক হাজার শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এ কারণে নোটিশদাতাদের জনগণের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।

নোটিশে আরও বলা হয়, সিটি করপোরেশনের স্থায়ী বিভিন্ন কর্মকর্তাদের বেআইনিভাবে ওএসডি করে রেখে মাস্টাররোলে অদক্ষ জনবল নিয়োগ দিয়ে সিটি করপোরেশন পরিচালনা করা হচ্ছে। মাস্টাররোলের কর্মচারীদের কোনো আইনি দায়বদ্ধতা না থাকায় তাঁদের কারণে জনগণের ক্ষতি হতে পারে।

one pherma

নোটিশে আরও উল্লেখ করা হয় সরকারি আদেশ, নির্দেশ অনুযায়ী সিটি করপোরেশন পরিচালনার নিয়ম থাকলেও তা মেয়রসহ নোটিশ পাওয়া তিনজন খামখেয়ালি করে কাজ চালাচ্ছেন। এতে করপোরেশনে স্থবিরতা ও জন-অসন্তোষ বাড়ছে। একইভাবে হাটবাজার টেন্ডার প্রক্রিয়ায় না দিয়ে নির্দিষ্ট ব্যক্তিদের ইজারা দেয়া হয়েছে বেআইনিভাবে। ফলে ইজারাদারদের অত্যাচারে অতিষ্ঠ জনগণ।

নোটিশদাতা সাত কাউন্সিলর হলেন, ২৬ নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবির, ৪ নম্বর ওয়ার্ডের তৌহিদুল ইসলাম, ২৯ নম্বর ওয়ার্ডের ফরিদ আহমেদ, ২০ নম্বর ওয়ার্ডের জিয়াউর রহমান, ১ নম্বর ওয়ার্ডের আমির হোসেন বিশ্বাস, ২৪ নম্বর ওয়ার্ডের শরীফ মোহাম্মদ আনিসুর রহমান ও ২৩ নম্বর ওয়ার্ডের এনামুল হক।

ইবাংলা /টিপি/ ০৩ জানুয়ারি, ২০২২

Contact Us