ঢাকা ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

বিশেষ প্রতিবেদক :

ঢাকা, রংপুর ও সিলেটসহ দেশের বেশ কয়েকটি স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (৭ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে, ঢাকা, সুনামগঞ্জ, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

Islami Bank

দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুরসহ বেশ কয়েকটি জেলা। তবে ভূমিকম্পটির মাত্রা কত ছিল তা জানা যায়নি।

ভূমিকম্পের বিষয়টি টের পেয়ে আতঙ্কে মানুষজন ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তবে কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত জানা যায়নি।

one pherma

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প ইউনিটের কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, ঢাকা, রংপুরসহ দেশের কিছু এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিক এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের লাখীপুর।

ই-বাংলা/ ভূমিকম্প/ ৭ জুলাই, ২০২১

Contact Us